খুলনা | বুধবার | ০৩ ডিসেম্বর ২০২৫ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩২

আহত জুলাইযোদ্ধাদের জন্য মিরপুরে নির্মাণ হচ্ছে ১৫৬০ ফ্ল্যাট, ব্যয় ১৩৪৪ কোটি টাকা

খবর প্রতিবেদন |
০১:৪৯ এ.এম | ০২ ডিসেম্বর ২০২৫


আহত জুলাইযোদ্ধাদের জন্য মিরপুরে ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। এর জন্য ১ হাজার ৩৪৪ কোটি টাকা প্রকল্প ব্যয় ধরা হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই প্রকল্প বাস্তবায়ন করবে। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ-সংক্রান্ত প্রকল্প পাস করা হয়। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে এ বছরের জুলাই মাস থেকে ২০২৯ সালের জুন মাস পর্যন্ত।
সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের ৬ষ্ঠ একনেক সভা শেষে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।
এছাড়া, সোমবার জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারকে স্থায়ী বাসস্থান প্রদানের জন্য আলাদা প্রকল্প নেওয়া হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। এতে খরচ হবে ৭৬১ কোটি টাকা। ২০২৮ সালে এ প্রকল্পটি শেষ হবে।
সভায় ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১৭টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি টাকা ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

্রিন্ট

আরও সংবদ