খুলনা | মঙ্গলবার | ০২ ডিসেম্বর ২০২৫ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩২

চিতলমারীতে বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে সভা

চিতলমারী প্রতিনিধি |
০২:২৬ পি.এম | ০২ ডিসেম্বর ২০২৫


বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক অধ্যাপক এফ এম ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, পল্লী বিদুৎ সমিতির ডিজিএম আঃ ওয়াদুদ, দুর্নীতি দমন কমিশনের সভাপতি মোঃ কামরুজ্জান খান পিকলু ও চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু প্রমূখ। 

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

্রিন্ট

আরও সংবদ