খুলনা | বুধবার | ০৩ ডিসেম্বর ২০২৫ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩২

হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরোনো

খবর প্রতিবেদন |
০৩:৫৯ পি.এম | ০২ ডিসেম্বর ২০২৫


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেশের ফেরার ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশে ফিরছেন। তবে ভিডিওটি সম্পূর্ণ পুরোনো বলে নিশ্চিত করেছে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দ্য ডিসেন্ট জানায়, ভিডিওটি চলতি বছরের জুন মাসের। সে সময় তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়েছিলেন। বর্তমান পরিস্থিতির সঙ্গে ভিডিওটির কোনো সম্পর্ক নেই।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করে বহু ব্যবহারকারী দাবি করছেন, তারেক রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কিন্তু ফ্যাক্টচেকিং রিপোর্টে জানানো হয়, এটি বিভ্রান্তিকর প্রচারণা।

অন্যদিকে মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমান দেশনেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে শুভকামনা জানানো হচ্ছে, তা জিয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।

তিনি জানান, কূটনীতিক, বন্ধুরাষ্ট্র ও বাংলাদেশের মানুষের অবিরাম ভালোবাসা ও দোয়া তাঁদের জন্য অনুপ্রেরণা। খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনাও করেন তিনি।

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ২৩ নভেম্বর অসুস্থতা বেড়ে গেলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা জটিল হওয়ায় আইসিইউতে চিকিৎসা চলছে।

্রিন্ট

আরও সংবদ