খুলনা | মঙ্গলবার | ০২ ডিসেম্বর ২০২৫ | ১৮ অগ্রাহায়ণ ১৪৩২

বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় খুমেক হাসপাতালে দোয়া

নিজস্ব প্রতিবেদক |
০৪:৪৫ পি.এম | ০২ ডিসেম্বর ২০২৫


বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ড্যাব, কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে কুরআনখানী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ জোহর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ আলিমুজ্জামান-এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর এম সালেহ পলাশ, সমাজকল্যাণ সম্পাদক ডা. তাজরুল ইসলাম তাজ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মোহাম্মদ আইনুল ইসলাম, উপ-পরিচালক ডা. সুজাত আহমেদ, সহকারী পরিচালক ডা. কাজী আহসান হাবিব, তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোস্তফা কামাল, পিজিটিডিএ সভাপতি ডা. কামরুল হুদা নিশান, ইএনটি বিভাগের চিকিৎসক ডাঃ মাফি আমিনুর ইসলামসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি শেখ শরিফুর রহমান, ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ, মেডিকেল কলেজের শিক্ষার্থী, হাসপাতালে নার্সিং তত্ত্বাবধায়ক সহ অন্যান্য নার্সিং কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদের পেশ ইমাম মাওলানা শাইখুল ইসলাম।

্রিন্ট

আরও সংবদ