খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

১৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতির ইন্তেকালে শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:২৪ এ.এম | ০৩ ডিসেম্বর ২০২৫


নগরীর ১৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মনি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ‘ধানের শীষ’র প্রার্থী রকিবুল ইসলাম বকুল, বিএনপি’র তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনের প্রার্থী আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক  যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ। 
অনুরুপ বিবৃতি দিয়েছেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক জাকির ইকবাল বাপ্পি প্রমুখ। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর সোমবার সকাল আনুমানিক সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

্রিন্ট

আরও সংবদ