খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

চোরাই ইজিবাইক বিক্রির দ্বন্দ্বে নারী ছুরিকাহত, গ্রাম পুলিশকে গণধোলাই

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩২ এ.এম | ০৩ ডিসেম্বর ২০২৫


যশোরে চোরাই ইজিবাইক কেনাবেচা নিয়ে বিরোধের জেরে এক নারী ছুরিকাহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গ্রাম পুলিশ সদস্যকে ধরে গণধোলাই দিয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৬টার দিকে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, চোরাই ইজিবাইক বিক্রি সংক্রান্ত একটি বিষয় মীমাংসার জন্য কৃষ্ণবাটি গ্রামের সোনিয়া নামের এক নারী আরবপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য মণ্ডলগাতি গ্রামের জিন্নাত আলীকে বাড়িতে ডেকে আনেন। কথোপকথনের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। এসময় জিন্নাত আলী ক্ষিপ্ত হয়ে সোনিয়ার পায়ে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন জিন্নাত আলীকে আটক করে গণধোলাই দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাদের আত্মীয়-স্বজন দ্রুত দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত জিন্নাত আলীর ছেলে জানান, সোনিয়ার ছেলে হৃদয় তার বাবার মাধ্যমে একটি ইজিবাইক একজনের কাছে বিক্রি করেন। পরে জানা যায়, ইজিবাইকটি চোরাই। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। সকালে সোনিয়া তার বাবাকে ডেকে নিয়ে মারধর করেন বলে তিনি পাল্টা অভিযোগ করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। ছুরিকাঘাতে আহত নারীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও তিনি জানান।

্রিন্ট

আরও সংবদ