খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা কারাগারে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৪ এ.এম | ০৩ ডিসেম্বর ২০২৫


হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার রাত পৌনে ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে অচেতন অবস্থায় রাত ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত মোঃ আব্দুস সালাম মোল্লা (৫৩) ফকিরহাট থানার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নূর মোহাম্মদ মোল্লার ছেলে। 
হাসপাতাল সূত্রে জানা যায় সোমবার রাত ১০টার দিকে সম্পূর্ণ অচেতন অবস্থায় সালাম মোল্যাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান। এর আগে কারাগারে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। 
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সম্পূর্ণ অবস্থা অচেতন অবস্থায় আব্দুস সালাম মোল্লাকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়ার এক পর্যায়ে রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

্রিন্ট

আরও সংবদ