খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ২০ অগ্রাহায়ণ ১৪৩২

পেছালেন তানজিদ-সাইফ

র‌্যাংকিংয়ের শীর্ষ আটে মোস্তাফিজ, লম্বা লাফ ইমনের

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৫৫ পি.এম | ০৩ ডিসেম্বর ২০২৫


আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে প্রকাশিত আইসিসির নতুন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় সুখবর পেল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন মোস্তাফিজুর রহমান। দুই ধাপ এগিয়ে বোলারদের তালিকায় এখন তিনি আছেন অষ্টম স্থানে। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়েও উজ্জ্বল বাংলাদেশ। ২১ ধাপ লাফিয়ে ক্যারিয়ার সেরা অবস্থান পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

বুধবার প্রকাশিত সাপ্তাহিক আপডেটে দেখা যায়, বোলিং তালিকায় আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের উন্নতি হয়েছে। প্রথম দুই ম্যাচ উইকেটশূন্য কাটলেও সিরিজ নির্ধারণী ম্যাচে ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে নজর কাড়েন মোস্তাফিজ। এ সংস্করণে বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই এখন সবার ওপরে। ক্যারিয়ার সেরা পঞ্চম স্থান থেকে তার দূরত্ব মাত্র তিন ধাপ।

শেখ মেহেদি হাসানও এগিয়েছেন তিন ধাপ। দ্বিতীয় ম্যাচে তিনটি এবং শেষ ম্যাচে একটি উইকেট নিয়ে তিনি এখন ১৪তম স্থানে। রিশাদ হোসেনও পিছিয়ে নেই। প্রথম ও তৃতীয় ম্যাচ মিলিয়ে চার উইকেট নেওয়ায় লেগ স্পিনারটি পাঁচ ধাপ উঠে এখন ১৫তম স্থানে।

নাসুম আহমেদের অবস্থানও বেড়েছে পাঁচ ধাপ। যদিও তিনি প্রথম দুই ম্যাচে কোনো উইকেট পাননি, তবু তিনি এখন আছেন ২৫ নম্বরে। তানজিম হাসান সাকিব দুই ম্যাচে তিন উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠেছেন।

আয়ারল্যান্ডের বোলারদের মধ্যেও অগ্রগতি আছে। ১৩ ধাপ লাফিয়ে ৫০ নম্বরে উঠেছেন মার্ক অ্যাডায়ার। ম্যাথিউ হামফ্রিজ (৭৩তম) ও ব্যারি ম্যাকার্থি (৭৪তম) এগিয়েছেন যথাক্রমে ৪০ ও ২১ ধাপ।

টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে রয়েছেন ভারতের ভারুন চক্রবর্তী। পাকিস্তানের আবরার আহমেদ চতুর্থ স্থানে উঠে ক্যারিয়ার সেরা অবস্থান পেয়েছেন।

অলরাউন্ডারদের তালিকায় পাকিস্তানের সাইম আইয়ুব ১২ ধাপ এগিয়ে উঠে গেছেন আবারও এক নম্বরে। তাকে পিছনে ফেলে গত সপ্তাহে শীর্ষে ওঠা সিকান্দার রাজা এবার নেমে গেছেন দুইয়ে।

ব্যাটিং বিভাগেও আছে বাংলাদেশের সুখবর। সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও শেষ দুই ম্যাচে ৪৩ ও অপরাজিত ৩৩ রান তুলে ২১ ধাপ লাফিয়ে ক্যারিয়ার সেরা ৩৮তম স্থানে উঠেছেন পারভেজ ইমন। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এখন তানজিদ হাসান। শেষ ম্যাচে ফিফটি করেও তিনি এক ধাপ নেমে এখন ১৯তম স্থানে।

অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যৌথভাবে ৪২তম স্থানে আছেন তাওহিদ হৃদয়। সিরিজের প্রথম ম্যাচে ৮৩ রান করে ৫ ধাপ এগিয়েছেন তিনি।

আয়ারল্যান্ডের পল স্টার্লিং এগিয়েছেন ৬ ধাপ, এখন তিনি ৫০তম স্থানে। হ্যারি টেক্টরের উন্নতি ১২ ধাপ, অবস্থান ৬৯তম। সবচেয়ে বড় অগ্রগতি শ্রীলঙ্কার কামিল মিশারার। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৫৯ রানের ইনিংস খেলে তিনি এক লাফে ৯১ ধাপ উঠে এখন ১৮তম স্থানে।

্রিন্ট

আরও সংবদ