খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ফুলতলায় র‌্যালি ও সভা

ফুলতলা প্রতিনিধি |
১১:৪৪ পি.এম | ০৩ ডিসেম্বর ২০২৫


১৬ দিনব্যপি নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে বুধবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্ভাবনী মহিলা সংস্থা, ডেভলপমেন্ট অফ মহিলা সোসাইটি, দুস্থ নারী কল্যাণ সমিতি, মহিলা গণসেবা সংস্থা, সানরাইজ ফাউন্ডেশন, ঝংকার সাংস্কৃতিক সংঘ, শিরোমনি মহিলা উন্নয়ন সংস্থা ও তরঙ্গ সমাজকল্যাণ সংস্থা যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়মে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ফিরোজ শাহ ও উপজেলা শিক্ষা অফিসার শাহনাজ বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার রীনা মজুমদার। অনুষ্ঠানে আয়োজনকারী সংস্থার নির্বাহী প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি সুচি রানী সাহা। 

্রিন্ট

আরও সংবদ