খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক |
১২:০২ এ.এম | ০৪ ডিসেম্বর ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত ডরমিটরি ভবনের নিচে কর্মকর্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা মোঃ হারুনসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনকালে অফিসার্স এসোসিয়েশনের মোঃ মঈনুল হক বলেন, “শারীরিক ও মানসিক প্রশান্তি এনে কর্মজীবনে গতিশীলতা বাড়াতে খেলাধুলার বিকল্প নেই। এই প্রতিযোগিতা কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আমি আশাবাদী”। এবারের ক্রীড়া ইভেন্টসমূহের মধ্যে রয়েছে দাবা, ক্যারম (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), লুডু (শুধুমাত্র মহিলাদের জন্য-একক ও দ্বৈত)। এসোসিয়েশন পক্ষ থেকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতাটি সম্পন্ন করার জন্য সংশি¬ষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

্রিন্ট

আরও সংবদ