খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

নগরীতে বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি

খবর বিজ্ঞপ্তি |
১২:২৪ এ.এম | ০৪ ডিসেম্বর ২০২৫


ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করতে প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের দাবিতে গতকাল বুধবার নগরীতে বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। তামাকবিরোধী সংগঠন টাবিনাজ (TABINAJ)-এর সহযোগিতায় এবং নাইস ফাউন্ডেশন-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১০টা প্রায় ১৫০জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে খুলনার নিউ মার্কেট মোড় থেকে শিববাড়ি পর্যন্ত একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শিববাড়িতে এসে শেষ হয় এবং সেখানে একটি মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

্রিন্ট

আরও সংবদ