খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

চারণ কবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ

নড়াইল প্রতিনিধি |
১২:৫৫ এ.এম | ০৪ ডিসেম্বর ২০২৫


“এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে,  সুন্দর এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে” পোষা পাখি উড়ে যাবে ভাবি নাই মন,-কালজয়ী এই সব গানের সুর ও স্রষ্টা চারণ কবি বিজয় সরকারের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৫ সালের এই দিনে ভারতে পরলোকগমন করেন তিনি। পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাকে সমাহিত করা হয়। কবির  দুই সন্তান  কাজল অধিকারী ও বাদল অধিকারী ভারতে বসবাস করেন। 
কবিয়াল বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে বিজয় গীতি প্রতিযোগিতা, আবৃত্তি, উন্মুক্ত বিজয়গীতি পরিবেশন,  কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রদীপ প্রজ্বলন, আলোচনা সভা ও বিজয় গীতির আসর আয়োাজন করা হয়েছে। 
কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালে ২০ ফেব্র“য়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নবকৃষ্ণ অধিকারী এবং মাতার নাম হিমালয়া দেবী। বিভিন্ন সূত্রে জানা গেছে বিজয় সরকার নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন মতান্তরে  মেট্রিক পর্যন্ত। তার দুই স্ত্রী বিনাপানি ও প্রমোদা অধিকারীর কেউ বেঁচে নেই। বিজয় সরকার একাধারে গীতিকার সুরকার ও গায়ক ছিলেন। তিনি ১৮০০ এর অধিক গান লিখেছেন। তার প্রকৃত নাম বিজয় অধিকারী হলেও সুর সংগীত ও অসাধারণ গায়কী উপস্থাপনের কারণে সরকার উপাধি লাভ করেন। কবিয়াল বিজয় সরকার হিসেবে পরিচিত লাভ করেন। শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন কবিয়াল বিজয় সরকার। 
 

্রিন্ট

আরও সংবদ