খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

আ’লীগ জামানায় রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি গোবিন্দ ফৌজদারের

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৪ এ.এম | ০৪ ডিসেম্বর ২০২৫


জেলা আ’লীগের সভাপতি শেখ হারুন অর রশিদের সাথে স্থানীয় ‘ভিলেজ পলিটিক্সে’ বৈরী সম্পর্কের জের ধরে ডুমুরিয়ার কুলটি গ্রামের সুনিতী ফৌজদারের পুত্র গোবিন্দ ফৌজদারকে হয়রানিমূলক মামলায় জড়ানো হয়। ২০২৩ সালের ১৩ ডিসেম্বরের এ ঘটনায় গতকাল বুধবার বিভাগীয় কমিশনারের কাছে মামলা প্রত্যাহারে লিখিত আবেদন করেছেন তিনি।
লিখিত আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, কেমমপি’র হরিণটানা থানায় ২০২৩ সালের ১৩ ডিসেম্বর সম্পূর্ণ মিথ্যা অভিযোগের ভিত্তিতে কৈয়া বাজারের প্রনব কুমার মল্লিককে বাদী সাজিয়ে মামলা দায়ের করানো হয়। নির্বাচনে জেলা আ’লীগের সভাপতি শেখ হারুন অর রশিদকে ভোট না দেওয়া ও তার পক্ষে কাজ না করায় ক্ষিপ্ত হয়ে তার অনুসারীরা এ ধরনের হয়রানিমূলক মামলায় জড়িয়ে বিনা অপরাধে কারাগারে পাঠায়। হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে আইজিপি বরাবরও আবেদন করেছেন তিনি।
 

্রিন্ট

আরও সংবদ