খুলনা | বৃহস্পতিবার | ০৪ ডিসেম্বর ২০২৫ | ২০ অগ্রাহায়ণ ১৪৩২

প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন শরফুদ্দৌলা সৈকত

ক্রীড়া প্রতিবেদক |
০২:৪৮ পি.এম | ০৪ ডিসেম্বর ২০২৫


বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হলো নতুন এক গর্বের অধ্যায়। প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ অ্যাশেজ টেস্ট সিরিজে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এই অর্জনের মাধ্যমে ইতিহাসে নাম লিখলেন তিনি, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় সম্মানের।

এই আনন্দঘন মুহূর্তে অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েসও। নিজের ফেসবুক পেজে সৈকতকে শুভেচ্ছা জানিয়ে ইমরুল লিখেছেন, ‘সৈকত ভাই, অ্যাশেজ টেস্টে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার হওয়ার জন্য আমার আন্তরিক অভিনন্দন। এটি শুধু আপনার জন্য নয়, পুরো বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের জন্য এক গর্বের ও ঐতিহাসিক মুহূর্ত। বিশ্ব ক্রিকেটের অন্যতম বৃহত্তম মঞ্চে আপনার এই পদার্পণে রইল শুভকামনা। আপনার সাফল্য আরও অনেককে আপনার পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করুক।’

ইমরুলের বার্তায় যেমন গর্ব ফুটে উঠেছে, তেমনি বোঝা যায়, অ্যাশেজে দায়িত্ব পাওয়া কেবল ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো দেশের জন্য বড় অর্জন।

সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে সৈকত জায়গা করে নেন আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে। এরপর তিনি নিয়মিত টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ও বিশ্বকাপের ম্যাচে দায়িত্ব পালন করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

তবে অ্যাশেজে দায়িত্ব পাওয়া তার ক্যারিয়ারের নতুন উচ্চতা। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও আলোচিত সিরিজে আম্পায়ারিং করা মানেই সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি, আর সেই জায়গায় এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শরফুদ্দৌলা সৈকত।

্রিন্ট

আরও সংবদ