খুলনা | শুক্রবার | ০৫ ডিসেম্বর ২০২৫ | ২০ অগ্রাহায়ণ ১৪৩২

খুলনা-১ আসনে ইসলামী আন্দোলন প্রার্থী মাওঃ আবু সাঈদকে বিজয়ের আহবান

খবর বিজ্ঞপ্তি |
১২:৪৪ এ.এম | ০৫ ডিসেম্বর ২০২৫


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  খুলনা-১ (দাকোপ- বটিয়াঘাটা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আবু সাঈদকে বিজয়ের আহবান জানিয়েছেন দলের  দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা শাখা নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় চালনা বাজারস্থ দাকোপ উপজেলা কার্যালয়ে মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত  নির্বাচনী সভায় মাওলানা আবু সাঈদকে বিজয়ের আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ইতোপূর্বে এ আসন থেকে তিনি দুইবার নির্বাচন করেছেন। তিনি একজন বিজ্ঞ আলেম ইসলামী বক্তা। দেশে তার সুপরিচিতি আছে। তার এ গ্রহণ যোগ্যতাকে কাজে লাগিয়ে তাকে বিজয়ের লক্ষ্যে দাকোপ ও বটিয়াঘাটাবাসীকে সর্বাত্মক প্রচেষ্টার আহবান।  
এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার সভাপতি মোঃ কারিমুল ইসলাম, দাকোপ দক্ষিণ শাখার সহ-সভাপতি আব্দুল কাদের সানা বটিয়াঘাটা উপজেলা শাখা সেক্রেটারী মোহাম্মদ ইসমাইল হোসেন দাকোপ উত্তরের সেক্রেটারি শাকিল আহমাদ রাসেল, চালনা পৌরসভা সভাপতি আবু দাউদ, আব্দুল্লাহ আল নোমান, হাফেজ ওসমান করিম, জাহিদুল ইসলাম, মামুন ফকির, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মতিয়ার  রহমান গাজী, মাওলানা আল মামুন গাজী, কারী মোঃ শাহ আলম মোল্লা, লোকমান ফকির প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ