খুলনা | শুক্রবার | ০৫ ডিসেম্বর ২০২৫ | ২০ অগ্রাহায়ণ ১৪৩২

রামপালের বিসমিল্লাহ বেকারিতে ১৫ হাজার টাকা জরিমানা

রামপাল প্রতিনিধি |
১২:৫৭ এ.এম | ০৫ ডিসেম্বর ২০২৫


রামপাল উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ফয়লা বাজারের বিসমিল্লাহ বেকারিতে ১৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেল ৪টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী।
তিনি জানান ভোক্তাদের অধিকার নিশ্চিত ও জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে ১টি মামলা দায়ের করা হয় এবং ১ জনকে দোষী সাব্যস্ত করা হয়। যদিও কোনো কারাদণ্ড দেওয়া হয়নি, তবে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বেকারিটি মালিককে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। খাদ্য নিরাপত্তা, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বাজারে ন্যায্যতা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধই এ ধরনের অভিযানের মূল উদ্দেশ্য।
 

্রিন্ট

আরও সংবদ