খুলনা | শুক্রবার | ০৫ ডিসেম্বর ২০২৫ | ২১ অগ্রাহায়ণ ১৪৩২

মাথাল মার্কার প্রার্থী মুনীর চৌধুরী সোহেল

দেশের মানুষের পরিবর্তনের লড়াই জোরদার করুন

খবর বিজ্ঞপ্তি |
০২:০৯ এ.এম | ০৫ ডিসেম্বর ২০২৫


দ্বিতীয় দিনের মত নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, খুলনা জেলা আহবায়ক ও খুলনা-২ আসনে সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল। 
গতকাল বৃহস্পতিবার সকালে ডিসি অফিস, কোর্ট, আইনজীবী সমিতি, জেলখানা ঘাট, শঙ্খ মার্কেট, চশমা মার্কেট, আলো সুপার মার্কেট, ব্যাংকপাড়া, পিকচর প্যালেস মোড়, বিকেলে শামসুর রহমান রোড, খানজাহান আলী রোড, মডার্ণ ফার্ণিচার মোড়, এলাকার সকল ডায়াগনস্টিক ও হাসপাতালে গণসংযোগ, মতবিনিময় ও প্রচারপত্র বিতরণ করেন। এ সময় দলীয় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য কবি নাজমুল তারেক তুষার, কাইয়ুম শরীফ জনি, মোঃ কবীর হোসেন বাবু, সৈয়দ রাজিবুল রশীদ সুমন, সৈয়দ রাফসান জানি, ইশরাত উল্লাহ ইমন প্রমুখ। 
গণসংযোগকালে সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল বলেন, দেশের মানুষের জীবনের পরিবর্তনের এখনই উপযুক্ত সময়। লুটেরা শাসকগোষ্ঠী এদেশের জনগণকে জিম্মি করে দুর্নীতি-লুটপাট করেছে। সম্পদের পাহাড় গড়েছে। তারা সরকারের সমালোচনা করলেই বিরুদ্ধ মতের মানুষদের হামলা-মামলা-জেল-জুলুম রাজি রেখেছিলো। জনগণের বাক স্বাধীনতা হরণ করেছে।

্রিন্ট

আরও সংবদ