খুলনা | শুক্রবার | ০৫ ডিসেম্বর ২০২৫ | ২১ অগ্রাহায়ণ ১৪৩২

যশোরে পাচারকারীর পকেট থেকে ২ কোটি টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক, যশোর |
০২:১২ এ.এম | ০৫ ডিসেম্বর ২০২৫


যশোরে দুই কোটি ১১ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণেরসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মুরাদগড় বাসস্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের পান্তাপাড়া উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবির একটি দল সদর উপজেলার মুরাদগগ বাসস্যান্ড এলাকায় অবস্থান করেন। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল­াশি করে প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই পাচারকারী জানায়, তারা ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের এই চালানটি সংগ্রহ করে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
জব্দ কৃত স্বর্ণের ওজন এক কেজি ১৬৪ গ্রাম। যার বাজার মূল্য দুই কোটি ১১ লাখ  টাকা । এ সময় তিনটি মোবাইল ফোন, একটি ইয়ারবাড, একটি পাওয়ার ব্যাংক ও নগদ টাকা জব্দ করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল­াহ সিদ্দিকী জানান, আটক দুই পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ