খুলনা | শনিবার | ০৬ ডিসেম্বর ২০২৫ | ২২ অগ্রাহায়ণ ১৪৩২

রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যুবক নিহত

শার্শা (যশোর) প্রতিনিধি |
০৬:২২ পি.এম | ০৫ ডিসেম্বর ২০২৫


যশোরের শার্শায় রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে নাভারণ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই উৎসুক মানুষের ভিড়ে স্টেশনে হৈচৈ শুরু হয়। স্থানীয়দের ভাষ্য, ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে বাবু পাশের সিটে বসে ছিলেন। ট্রেনটি নাভারণ স্টেশনে পৌঁছানোর পর প্ল্যাটফর্মের ধাক্কায় তিনি নিচে পড়ে যান। এসময় ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত বাবু নাভারণ দক্ষিণ বুরুজবাগান এলাকার মৃত জব্বার আলীর ছেলে বলে জানা গেছে।

শার্শা থানার সাব-ইনস্পেক্টর মোস্তাক হোসেন জানান, ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

্রিন্ট

আরও সংবদ