খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

সিদ্ধিপাশা মিয়া বাড়ি স্পোর্টিং ক্লাবের ৮ দলীয় ফুটবলে মিতালী ক্রীড়াচক্রের শিরোপা জয়

খবর বিজ্ঞপ্তি |
১২:০১ এ.এম | ০৬ ডিসেম্বর ২০২৫


সিদ্ধিপাশা মিয়া বাড়ি স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ধুলগ্রাম মিতালী ক্রীড়া চক্র। গতকাল শুক্রবার বিকেলে সিদ্ধিপাশা মিয়া বাড়ির স্কুল মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ ঘিরে মাঠ জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি।
খেলার শুরুতে উভয় দলই দর্শকদের মুগ্ধ করার মতো খেলায় মনোযোগী ছিল। নক-আউট ভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনালে সিদ্ধিপাশা স্পোর্টিং ক্লাব ও ধুলগ্রাম মিতালী ক্রীড়া চক্র ৬০ মিনিটের নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্রয়ে শেষ করে। পরে টাইব্রেকারে ১০ গোলে জয় অর্জন করে মিতালী ক্রীড়া চক্র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিপাশা স্পোর্টিং ক্লাবের সভাপতি রকিবুল ইসলাম মতি। প্রধান অতিথি ছিলেন টেকসই কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ও যশোর অঞ্চলের প্রকল্প পরিচালক রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিপাশা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম-সম্পাদক সোহেল মাসুদ সুজন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলী নেওয়াজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন।
মাঠ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন অভিজ্ঞ রেফারি বাবু গৌরাঙ্গ দাস। তার সহযোগী ছিলেন আঃ রউফ শেখ ও প্রকাশ নন্দী। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পুরো আয়োজনকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছিল আনন্দ-উচ্ছ¡াস, আর স্থানীয় ক্রীড়াঙ্গনে এই টুর্নামেন্ট নতুন মাত্রা যোগ করেছে।

 

্রিন্ট

আরও সংবদ