খুলনা | শনিবার | ০৬ ডিসেম্বর ২০২৫ | ২২ অগ্রাহায়ণ ১৪৩২

রূপসার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকির হোসেনের ইন্তেকাল

রূপসা প্রতিনিধি |
১২:৪১ এ.এম | ০৬ ডিসেম্বর ২০২৫


রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামের বাসিন্দা, কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাকির হোসেন বাকু (৬৩) আর নেই (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আসরবাদ নতুনহাট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বিজিবির কর্ণেল আবুল এহসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু মুসা, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, সমাজসেবক মাফতুন আহম্মেদ রাজা, হিসাবরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবুল কালাম গোলদার, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, টিএসবি ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, টিএসবি জামায়াতে ইসলামীর আমির প্রভাষক আসাদুজ্জামান, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, সাবেক চেয়ারম্যান খান শাহাজাহান কবীর প্যারিস, অধ্যাপক আল মামুন সরকার, বিএনপি নেতা  কামরুল ইসলাম কচি, ফ.ম মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বনি আমিন সোহাগ, মাসুদ খান, প্রভাষক মারুফ খান, খান মেজবা উদ্দিন সেলিম, বাশির আহম্মেদ লালু, সাংবাদিক হারুন অর রশীদ, মহিদুল সরদার, রবিউল ইসলাম লিটু, জেলা যুবদল নেতা তারিকুল ইসলাম রিপন, ইউপি সদস্য মাসুম শেখ, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, সোহেল জুনায়েদ, শিক্ষক কুদরত আলী, খান ওলিয়ার রহমান, ওমর ফারুক, মাঈনুল হাসান, আমান গাজী, আবুল কালাম, ফ ম ওহিদ, জাহিদুর রহমান, শামসুর রহমান, মহিউদ্দিন মানিক, জুলফিকার আলী, আজমল ফকির, আঃ মালেক শেখ, সালাউদ্দিন পিন্টু, ফরিদ আহম্মেদ, ফ ম আয়ূব আলী, মজিদ শেখ, সৈয়দ লালন, ফারুক শেখ, নাসির আহম্মেদ, নাঈম আহম্মেদ, গোলাম রসূল প্রমুখ। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ