খুলনা | শনিবার | ০৬ ডিসেম্বর ২০২৫ | ২২ অগ্রাহায়ণ ১৪৩২

নামাজ পড়তে যাচ্ছিলেন, পথেই প্রাণ গেল আজাদের

চুয়াডাঙ্গা প্রতিনিধি |
১২:৪৩ এ.এম | ০৬ ডিসেম্বর ২০২৫


জুম্মার নামাজ পড়তে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় বাইসাইকেল আরোহী আবুল কালাম আজাদ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিজ বাড়িতে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া গ্রামের কবরস্থান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।আবুল কালাম আজাদ আলমডাঙ্গা উপজেলার নগর বোয়ালিয়া গ্রামের মৃত দাউদ প্রামাণিকের ছেলে ও ফার্নিচার ব্যবসায়ী।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, শুক্রবার দুপুরে আবুল কালাম আজাদ নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে হাটবোয়ালিয়া বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে নগরবোয়ালিয়া গ্রামের কবরস্থান মোড়ে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ পেছন দিক থেকে ধাক্কা দেয়। পাকা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। আইনগত প্রক্রিয়া মেনে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে।
 

্রিন্ট

আরও সংবদ