খুলনা | শনিবার | ০৬ ডিসেম্বর ২০২৫ | ২২ অগ্রাহায়ণ ১৪৩২

পাইকগাছার বিভিন্ন স্থানে গণসংযোগকালে আবুল কালাম

জনগণের হিসাব জনগণ বুঝিয়ে দেওয়ার মাধ্যমে জামায়াত জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে

খবর বিজ্ঞপ্তি |
০২:০৭ এ.এম | ০৬ ডিসেম্বর ২০২৫


জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক খুলনা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতি জবাবদিহিমূলক সরকার করবে। জনগণের হিসাব জনগণ বুঝিয়ে দেওয়ার মাধ্যমে জামায়াত জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করবে।
শুক্রবার দিনব্যাপী খুলনা-৬ আসনের পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি হরিদাসকাটী ফুটবল খেলার মাঠ, মোড়ল পাড়া, ঋষিপাড়া, ইউনিয়ন পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক সমস্যার কথা শোনেন। গণসংযোগকালে তিনি বলেন, জনগণের কল্যাণ, শিক্ষা-স্বাস্থ্য উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ এলাকা গড়ে তোলাই তার অঙ্গীকার। তিনি আগামীতেও মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা টিম সদস্য মাওলানা শেখ কামাল হোসেন, পাইকগাছা উপজেল নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমদ, উপজেলা কর্ম পরিষদ মাওলানা আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডাঃ আসাদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের পাইকগাছা উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদ আল হাফিজ, উত্তর থানার সেক্রেটারি মোঃ ইয়াসিন আরাফাত, হরিঢালী ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা হুসাইন আহমেদ, সহকারি সেক্রেটার আসলাম হোসেন, বাইতুল মাল সেক্রেটারি আসমত আলী খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাখফার মোড়ল, সেক্রেটারি ফেরদৌউস আহম্মেদ, ১নং রহিমপুর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন, ২নং হরিঢালী ওয়ার্ড সভাপতি ফজলুর রহমান, সেক্রেটারি জিয়াউর রহমান, বায়তুলমাল সেক্রেটারি আব্দুল হাকিম, ৪নং হরিদাসকাটি ওয়ার্ড সভাপতি আমান গাজী, সেক্রেটারি ডাঃ হাসানুজ্জামান, বায়তুলমাল ডাঃ এনামুল, ৫নং নোয়াকাটি ওয়ার্ড সভাপতি আবু ইউসুফ, সেক্রেটারি হাফেজ বুলবুল, ৭নং মামুদকাটি ওয়ার্ড সভাপতি ওয়াজেদ আলী পাহাড়, সেক্রেটারি মোঃ আকের হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ