খুলনা | শনিবার | ০৬ ডিসেম্বর ২০২৫ | ২২ অগ্রাহায়ণ ১৪৩২

বটিয়াঘাটায় দোয়া পূর্ব আলোচনায় মনিরুজ্জামান মন্টু

বাংলাদেশের বিনির্মাণে সর্বজন গ্রহণযোগ্য খালেদা জিয়ার প্রয়োজন ঐক্যবদ্ধ জাতিগঠনে

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ০৬ ডিসেম্বর ২০২৫


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, বেগম খালেদা জিয়া শত অত্যাচার-নির্যাতন সত্তে¡ও কখনও মাতৃভূমি ছেড়ে যাননি এবং বাংলাদেশী জাতীয়তাবাদ প্রশ্নে তিনি এক চুলও ছাড় দেননি, যা তাকে জনগণের কাছে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি আজ দল-মতের উর্ধ্বে বাংলাদেশের সম্পদে নিজেকে পরিণত করেছেন। মাতৃভূমির স্বার্থে তাঁকে বাংলাদেশে প্রয়োজন। বাংলাদেশ বিনির্মাণে সর্বজন গ্রহণযোগ্য খালেদা জিয়ার প্রয়োজন ঐক্যবদ্ধ জাতিগঠনে।
গতকাল জুম্মাবাদ বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে মোহাম্মদ নগর বায়তুল মিরাজ জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের আপসহীন নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তার অসামান্য ত্যাগের ভূমিকাকে সশ্রদ্ধচিত্তে উচ্চারণ করা হয়।
খুলনা জেলার নয়টি উপজেলা ও দু’টি পৌরসভায় ‘মাদার অফ ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগ মুক্তি কামনায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয় প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মী-সমর্থকদের পাশাপাশি প্রতিটি অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

্রিন্ট

আরও সংবদ