খুলনা | শনিবার | ০৬ ডিসেম্বর ২০২৫ | ২২ অগ্রাহায়ণ ১৪৩২

কুরআন পোড়ানোর অভিযোগে বাবা-ছেলে আটক

খবর প্রতিবেদন |
০১:৫৩ পি.এম | ০৬ ডিসেম্বর ২০২৫


মুন্সীগঞ্জ শহরে পবিত্র কুরআন শরীফ পোড়ানোর অপরাধে বাবা রবিউল ইসলাম ও ছেলে মো. হাসিবকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে শহরের গনকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানায়, গত ৩ ডিসেম্বর সকালে হাসিব তার বাড়ির পাশে একটি পুরোনো কুরআন শরীফে আগুন দেন। বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাত ১১টার দিকে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় ক্ষুব্ধ জনতা হাসিবের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাত দেড়টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা স্থানীয়দের শান্ত করে ছেলে হাসিব ও তার বাবা রবিউলকে আটক করে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়ে আসে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, রাতের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবস্থা বিবেচনায় ছেলে ও বাবাকে আটক করা হয়। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা রুজু হয়েছে।

্রিন্ট

আরও সংবদ