খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

খুবি উপাচার্যের ব্যক্তিগত সহকারী আকতারের পিতার ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:২২ এ.এম | ০৭ ডিসেম্বর ২০২৫


খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী শেখ আকতার হোসেনের পিতা শেখ সাহাদাত হোসেন গত বৃহস্পতিবার আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর সোলায়মান নগরের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোলায়মান নগর মিনারা মসজিদের সামনে জানাজা নামাজ শেষে তাঁকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। 
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 
অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আরও শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
বন্ধন : অনুরুপভাবে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বন্ধনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ হলেন আব্দুর রহমান, সভাপতি, এস এম মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ পারভেজ, শেখ শারাফাত আলী, গাজী আলাউদ্দিন আহমদ, মোঃ আতিয়ার রহমান, জাভেদ এলাহী, লাভলী খাতুন, আব্দুল­াহ শাহানুর কবির অয়ন, এস এম শাকিল রহমান, মাওলানা গুলজার হোসেন, এস এম জাকির হোসেন, শেখ মোঃ আব্দুল­াহ, মোঃ রবিউল ইসলাম, কাজী ফেরদাউস, মোঃ সফিকুল ইসলাম, মোঃ মিজানুর রহমান খান মুকুল, শেখ আফছার উদ্দিন, শেখ আবুয়াল হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, কাজী জালাল, মোঃ সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম জুয়েল, মোঃ আব্দুর রব, মোঃ আকতারুজ্জামান, শামীম রহমান, নুরুজ্জামান মিথুন, লায়লা রুমঝুম, মোঃ ইব্রাহিম খান, মোঃ আক্তারুজ্জামান, মোঃ আব্দুল খালেক, মোঃ ফেরদাউস, সালেহা পারভেজ, মোসাঃ রোকেয়া পারভীন, মোঃ জসিম উদ্দিন, মোজাম্মেল হক, রাজিয়া সুলতানা, সাহারা বানু, আসমা বিনতে আলফাজ, সরদার ইস্রাফিল হোসেন, কুদরত এলাহী রঞ্জু, ফকির বিল­াল হোসেন, মোঃ মোশাররফ হোসেন ও আবুল কালাম আজাদ প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ