খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ কর্মশালা

খবর বিজ্ঞপ্তি |
১২:২২ এ.এম | ০৭ ডিসেম্বর ২০২৫


এনজিও ফোরাম আঞ্চলিক কার্যালয়ে গতকাল শনিবার “এনজিও পরিচালন ব্যবস্থায় সুশাসন জোরদারকরণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনার উপ-পরিচালক সুরাইয়া সিদ্দীকা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন কাউসার আলম কনক ও এম নাজমুল আজম ডেভিড।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্ন্য়নে সরকারের পাশাপাশি এনজিওদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে খুলনা জেলায় আর্থ-সামাজিক উন্নয়নে এনজিওসমূহের প্রচুর অবদান রয়েছে। বর্তমান সময়ে তথ্য হলো একটি শক্তি, আর একটি প্রশিক্ষণের মাধ্যমে এই তথ্যের আদান-প্রদান ঘটে।

্রিন্ট

আরও সংবদ