খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

পলিটেকনিক ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে স্কিলস এ্যান্ড ইনোভেশন কম্পিটিশন

নিজস্ব প্রতিবেদক |
১২:২২ এ.এম | ০৭ ডিসেম্বর ২০২৫


খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো স্কিলস এ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর আঞ্চলিক পর্ব। দেশের কারিগরি শিক্ষাকে দক্ষতার নতুন উচ্চতায় নিয়ে যেতে আয়োজিত এ প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের ২৯টি প্রতিষ্ঠানের ২৬১ জন শিক্ষার্থী অংশ নেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়। এবারের আঞ্চলিক পর্বে প্রদর্শিত হয় ৮৭টি উদ্ভাবনী প্রকল্প। সেখান থেকে সেরা ৭টি প্রকল্পকে আগামী ২৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বের জন্য মনোনীত করা হবে।
প্রতিযোগিতার প্রধান অতিথি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বড় ভূমিকা রাখবে।
খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ নুরুন্নবী মোল­া।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন অঝঝঊঞ প্রকল্প এ প্রতিযোগিতার আয়োজন করে। জাতীয় পর্বে দেশব্যাপী মোট ৫০টি নির্বাচিত উদ্ভাবনী প্রকল্প প্রতিদ্বন্দ্বিতা করবে। চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি প্রকল্পকে প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।

্রিন্ট

আরও সংবদ