খুলনা | রবিবার | ০৭ ডিসেম্বর ২০২৫ | ২২ অগ্রাহায়ণ ১৪৩২

২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়?

ক্রীড়া প্রতিবেদক |
০১:৩০ এ.এম | ০৭ ডিসেম্বর ২০২৫


অবশেষে প্রকাশ্যে এলো ২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। শনিবার (৬ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বৈশ্বিক আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। এসময় তার পাশে উপস্থিত ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও।

আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এতদিন ৮টি গ্রুপে ৩২টি দেশের বিশ্বকাপ খেললেও এবার প্রথমবারের মতো ১২টি গ্রুপে অংশ নেবে ৪৮টি দেশ। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে ঐহিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো।

পরদিন ১২ জুন কানাডা ও যুক্তরাষ্ট্রে শুরু হবে বিশ্বকাপ উন্মাদনা। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে ২৭ জুন পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল নিয়ে ২৮ জুন শুরু হবে রাউন্ড অফ ৩২। রাউন্ড অফ ১৬ শুরু হবে ৪ জুলাই, কোয়ার্টার ফাইনাল ৯ জুলাই এবং সেমিফাইনাল ১৪-১৫ জুলাই। আর ১৯ জুলাই হবে মেগা ফাইনাল।

গ্রুপ বিন্যাস
গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, (গ্রুপের চতুর্থ দল হিসেবে ইউরোপিয়ান প্লে-অফ ‘ডি’ জয়ী—ডেনমার্ক/চেক রিপাবলিক/রিপাবলিক অব আয়ারল্যান্ড অথবা নর্থ মেসিডোনিয়া)
গ্রুপ ‘বি’: কানাডা, কাতার, সুইজারল‍্যান্ড, (চতুর্থ দল হিসেবে ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’ জয়ী—ইতালি/ওয়েলস/বসনিয়া-হার্জেগোভিন অথবা নর্দার্ন আয়ারল্যান্ড)
গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো, স্কটল‍্যান্ড, হাইতি
গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প‍্যারাগুয়ে, (চতুর্থ দল হিসেবে ইউরোপিয়ান প্লে-অফ ‘সি’ জয়ী—তুরস্ক/স্লোভাকিয়া/কসোভো অথবা রোমানিয়া)
গ্রুপ ‘ই’: জার্মানি, ইকুয়েডর, কোত দি ভোয়া, কুরাসাও
গ্রুপ ‘এফ’: নেদারল‍্যান্ডস, জাপান, তিউনিসিয়া, (চতুর্থ দল হিসেবে ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’ জয়ী—ইউক্রেন/পোল্যান্ড/আলবেনিয়া অথবা সুইডেন)
গ্রুপ ‘জি’: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল‍্যান্ড
গ্রুপ ‘এইচ’: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দ
গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, (ফিফা প্লে-অফ ২ জয়ী দল—ইরাক, বলিভিয়া অথবা সুরিনাম)
গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান
গ্রুপ ‘কে’: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান (ফিফা প্লে-অফ ১ জয়ী দল—কঙ্গো, জ্যামাইকা অথবা নিউ ক্যালেডোনিয়া)
গ্রুপ ‘এল’: ইংল‍্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

এক নজরে দেখে নিন ২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি-
আর্জেন্টিনার সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৬ জুন রাত ৯টা: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া
২২ জুন দুপুর ১টা: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
২৭ জুন রাত ১০টা: আর্জেন্টিনা বনাম জর্ডন

ব্রাজিলের সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৩ জুন সন্ধে ৬টা: ব্রাজিল বনাম মরক্কো
১৯ জুন রাত ৯টা: ব্রাজিল বনাম হাইতি
২৪ জুন সন্ধে ৬টা: ব্রাজিল স্কটল্যান্ড

স্পেনের সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৫ জুন দুপুর ১২টা: স্পেন বনাম কেপ ভার্দে
২১ জুন দুপুর ১২টা: স্পেন বনাম সৌদি আরব
২৬ জুন রাত ৮টা: স্পেন বনাম উরুগুয়ে

ফ্রান্সের সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৬ জুন বিকাল ৩টা: ফ্রান্স বনাম সেনেগাল
২২ জুন বিকাল ৫টা: ফ্রান্স বনাম ফিফা কোয়ালিফায়ার
২৬ জুন বিকাল ৩টা: ফ্রান্স বনাম নরওয়ে

পর্তুগালের সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৭ জুন দুপুর ১টা: পর্তুগাল বনাম ফিফা কোয়ালিফায়ার
২৩ জুন দুপুর ১টা: পর্তুগাল বনাম উজবেকিস্তান
২৭ জুন সন্ধে সাড়ে ৭টা: পর্তুগাল বনাম কলম্বিয়া

ইংল্যান্ডের সূচি:
(আমেরিকার সময় অনুসারে)
১৭ জুন বিকাল ৪টে: ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া
২৩ জুন বিকাল ৪টে: ইংল্যান্ড বনাম ঘানা
২৭ জুন বিকাল ৫টা: ইংল্যান্ড বনাম পানামা

্রিন্ট

আরও সংবদ