খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশ ও গণসংযোগে

দিঘলিয়া প্রতিনিধি |
১১:২৭ পি.এম | ০৭ ডিসেম্বর ২০২৫


খুলনা জেলা নায়েবে আমীর এবং খুলনা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেছেন ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াতী কাজকে বেগবান করতে হবে। এলাকায় এলাকায় জামায়াতে ইসলামীর কর্মীদের ইসলামের প্রচার ও প্রসার ঘটাতে হবে। আগামীর বাংলাদেশের সংসদ হবে কোরআনের। জামায়াতে ইসলামী দেশ পরিচালনা দায়িত্ব পেলে দেশে খুন-গুম, চাঁদাবাজি, দখলবাজী, ঘুষ, দুর্নীতি থাকবে না। তিনি বলেন বিগত সরকারগুলো এদেশের মানুষের মাঝে সন্ত্রাস ও আগুন সন্ত্রাস চালিয়েছে। মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তাই জামায়াতে ইসলামী কেয়ারটেকার ফরমূলা প্রবর্তন করেছিল। বাংলাদেশে শোষণহীন, মাদক ও সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর বিকল্প নেই।  রোববার বাদ মাগরিব দিঘলিয়া উপজেলার ২ নং ওয়ার্ডে ভোটার সমাবেশ ও গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের পরিচালক খান গোলাম রসুল, অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা সভাপতি মোঃ সাইফুল­াহ মানসুর, সাধারণ সম্পাদক মোঃ তাসলিম হাসান টুটুল, দিঘলিয়া ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ রহিম, মোঃ মুরাদুর রহমান। আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।  

্রিন্ট

আরও সংবদ