খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

নড়াইলে খালেদা জিয়ার সুস্থতায় হিন্দু ধর্মালম্বীদের বিশেষ প্রার্থনা

নড়াইল প্রতিনিধি |
১১:২৯ পি.এম | ০৭ ডিসেম্বর ২০২৫


সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার দুপুরে জেলার কালিয়া উপজেলার চাঁচুড়ী পুরুলিয়া রাধা গোবিন্দ দেব মন্দির কমিটি ও চাঁচুড়ী পুরুলিয়া নামযজ্ঞ কমিটি এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করে। মন্দিরের সেবাইত নন্দ দুলাল চক্রবর্তী গীতা পাঠের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন। পরে মন্দির কমিটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাংবাদিক এড. তারিকুজ্জামান লিটু, অবসরপ্রাপ্ত গ্র“প ক্যাপ্টেন খান মোহাম্মদ সাইফুল ইসলাম, মন্দির কমিটির সদস্য কুমারেশ কাপুড়িয়া,  বিপুল চক্রবর্তীসহ হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
বক্তারা বলেন, বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক, মাদার অব ডেমোক্রেসি, তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশের মানুষসহ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। মহান সৃষ্টিকর্তা যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং তিনি সুস্থ হয়ে পুনরায়  দেশের মানুষ ও দেশের মুক্তির জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন এই আমাদের প্রার্থনা।

্রিন্ট

আরও সংবদ