খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

নড়াইলে ভ্যানচালক হান্নান হত্যা মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি |
১১:২৯ পি.এম | ০৭ ডিসেম্বর ২০২৫


নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে বুড়িখালি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
উলে­খ্য গত ২৮ নভেম্বর সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভ্যানচালক হান্নান খানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আইয়ুব মোল­াসহ তার লোকজন। এ ঘটনায় নড়াইল সদর থানায় ২৩ জনের নামে মামলা দায়ের হলেও হত্যাকান্ডের ১০ দিন পরও পুলিশ এখনো কোনো আসামি গ্রেফতার করতে পারেনি। উল্টো আসামীরা নিজেরাই নিজেদের বাড়িঘর ভেঙে প্রতিপক্ষকে ফাঁসাতে নাটক সাজিয়ে মিথ্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। 
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত হান্নান খানের জন্মান্ধ ছেলে রহিদুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে আল আমিন খান, আহমাইল খান, মিশকাত খান,  মন্টু খান ও আবেরন বেগমসহ স্থানীয়রা। হান্নান খানের ছেলে বলেন  প্রতিপক্ষ সংঘটিত হয়ে আমার পিতাকে হত্যা করেছে, আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি। প্রধান উপদেষ্টার কাছে আমার আবেদন তিনি এই ঘটনার ন্যায় বিচার করবেন। অপরাধী যত শক্তিশালী হোক তাকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আকরাম হোসাইন বলেন, আসামিদের গ্রেফতারের পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে, আশা করছি দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে। 

্রিন্ট

আরও সংবদ