খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

পাইকগাছা উপজেলা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা

পাইকগাছা প্রতিনিধি |
১১:৩১ পি.এম | ০৭ ডিসেম্বর ২০২৫


পাইকগাছায় উপজেলা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা রোববার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাবক্ষী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মলি­ক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল­ী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ, জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, সহকারী সমবায় পরিদর্শক আমির হোসেন, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মোড়ল,  জাহাঙ্গীর আলম সানা, আজিজুল খান, খোরশেদুজ্জামান, পীযূষ কান্তি মন্ডল, আবদুল­াহ সরদারসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ। সভায় উপজেলার গ্রামীণ রাস্তা সংস্কারের উপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার প্রাথমিকভাবে নির্বাচিত ৮৮টি ভোট কেন্দ্র সংলগ্ন ভোটারদের যাতায়াতের রাস্তা সংস্কারে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। 

্রিন্ট

আরও সংবদ