খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

বিএনপি নেতা রশিদ হাওলাদারের ইন্তেকাল, শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:০৯ এ.এম | ০৮ ডিসেম্বর ২০২৫


নগর বিএনপি’র সাবেক সদস্য, ২১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক শেখ আব্দুর রশিদ হাওলাদার (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। রোববার ভোর সাড়ে ৫টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। জোহর বাদ নিউমার্কেট সংলগ্ন বায়তুন নুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে তাকে বসুপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। 
বিএনপি নেতা আব্দুর রশিদ হাওলাদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা  ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, নগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. ফজলে হালিম লিটন, তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ