খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

খুলনা মহিলা কমপ্লেক্স মাঠ ভাড়া দেয়ার প্রতিবাদ আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি |
১২:১১ এ.এম | ০৮ ডিসেম্বর ২০২৫


খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে নারীদের খেলা বন্ধ করে ভাড়া দেয়ার প্রতিবাদে গতকাল রবিবার বিকাল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যালয়ে মেঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে মোঃ জামাল মোড়লের পরিচালনায় তাৎক্ষনিক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, খুলনায় নারীদের পৃথক কোনো খেলার মাঠ না থাকায় সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশ্বে অবস্থিত বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে স্কুল কলেজ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন প্রতিযোগিতা স্থানীয় ও জাতীয় ভাবে এই মাঠে অনুষ্ঠিত হলে ও সেটি বিবেচনায় না নিয়ে আগামী ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ উইভার্স প্রোডাক্টস এ্যান্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস এ্যাসোসিয়েশনকে নামে মাত্র মূল্যে ৯ লাখ টাকা ভাড়া দিয়ে কোটি কোটি টাকার মেলার আয়োজনের অনুমতি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, কাদের সার্থে বিভাগীয় মহিলা কমপ্লেক্সের মাঠ ভাড়া দিয়ে মেয়েদের খেলা বন্ধ করা হচ্ছে? খুলনার মানুষ তা জানতে চায়, অনতি বিলম্বে মেলা বন্ধের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহব্বান জানিয়ে বলেন, অন্যথায় খুলনার মানুষকে সাথে নিয়ে ব্যপক গণআন্দোলন গড়ে তোলা হবে। 
প্রতিবাদ সভায় বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ কামরুল ইসলাম কামু, জি এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, খন্দকার  তৈয়েবুল ইসলাম টিম, মোঃ খায়রুল আলম, মোঃ সবুজুল ইসলাম, লিটন মিত্র, মনিরুজ্জামান মিলন, মোঃ জাহিদ আরেফিন, মোঃ মামুন অর রশিদ, রবিউল ইসলাম সবুজ, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ আবু বক্কার ও মোঃ আজমল হোসেন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ