খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

দিঘলিয়ায় দোয়ায় হেলাল

খালেদা জিয়া সমগ্র জনগোষ্ঠীর সম্পদ

খবর বিজ্ঞপ্তি |
০১:৪১ এ.এম | ০৮ ডিসেম্বর ২০২৫


বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া কোনো একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নন; তিনি বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর সম্পত্তি। তার ওপর ওয়ান-ইলেভেন সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সরকার যে ধারাবাহিক নির্যাতন চালিয়েছে, তা যেকোনো মানুষের পক্ষে সহ্য করা অত্যন্ত কঠিন ছিল। তবে শত প্রচেষ্টা সত্তে¡ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা একটুও কমানো সম্ভব হয়নি। দিঘলিয়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে রোববার বিকালে উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা-৪ আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আজ কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দোয়া ও সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে। কাতার সরকার রাষ্ট্রীয় ভাবে এয়ার এ্যাম্বুলেন্স পাঠানোর মাধ্যমে তার প্রতি আন্তর্জাতিক সম্মান ও ভালোবাসার প্রমাণ দিয়েছে।
অনুষ্ঠানে জেলা বিএনপি’র আহŸায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম-আহŸায়ক খান জুলফিকার আলী জুলু, বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, আনিসুর রহমান, নাজমুস সাকিব পিন্টু, আতাউর রহমান রনু, কামরান হাসান, আরিফুর রহমান আরিফ, মাহমুদুল আলম লোটাস, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা বেল্লাল হোসেন, শেখ মোসলেম উদ্দিন, জাসেদ কবির জুয়েল, মোল্লা শফিউদ্দিন শাফি, কুদরতি ইলাহি স্পিকার, আবদুল কাদের জনি, মনিরুল গাজী, মোহাম্মদ আলী টুটুল, হিমেল, আনোয়ারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

্রিন্ট

আরও সংবদ