খুলনা | সোমবার | ০৮ ডিসেম্বর ২০২৫ | ২৪ অগ্রাহায়ণ ১৪৩২

রাজনৈতিক ক্যারিয়ার এখনো শেষ হয়নি, বললেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক |
০৩:৫৯ পি.এম | ০৮ ডিসেম্বর ২০২৫


ক্রিকেট ক্যারিয়ার শেষের আগেই রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন সাকিব আল হাসান। স্বৈরাচারী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্যও হয়েছিলেন তিনি।

তবে ছাত্র-জনতার গণঅভ্যুথানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর দেশে ফিরতে পারেননি। এমন পরিস্থিতিতেও তিনি রাজনীতির ক্যারিয়ার শেষ দেখে ফেলেননি। সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন এসব কথা।

হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হয়ে গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের বাইরে সাকিব। তবে রাজনীতিতে এখনও নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন তিনি। জানালেন আরও অনেকদিন রাজনীতি করতে চান।

সাকিব বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি আমি। তবে রাজনীতির অংশ এখনও বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা আমার ইচ্ছা ছিল এবং এখনও আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’

গত বছরের আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। এরপর আর দেশে ফিরতে পারেননি তিনি।

তবে এই সময়ে তিনি কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রচারণা ঠিকই চালিয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি পতিত স্বৈরাচার হাসিনাকে ‘আপা’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জনরোষেও পড়েছিলেন তিনি। দেশে ফিরে রাজনীতিটা যে সেই আওয়ামী লীগের হয়েই করতে চান, সেটাই এবার জানান দিলেন সাকিব।

্রিন্ট

আরও সংবদ