খুলনা | বুধবার | ১০ ডিসেম্বর ২০২৫ | ২৬ অগ্রাহায়ণ ১৪৩২

আপস যুব সংগঠনের উদ্যোগে সংলাপ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৩ এ.এম | ০৯ ডিসেম্বর ২০২৫


খুলনা সিটি কর্পোরেশন সেমিনার হলে আপস যুব সংগঠনের উদ্যোগে গতকাল সোমবার “ইকোফ্লট রেজিলিয়েন্ট কমিউনিটি স্টেকহোল্ডার সংলাপ” অনুষ্ঠিত হয়। গ্রীণ ভয়েসস্ প্রকল্পের অধীনে বাস্তবায়িত ইকোফ্লট প্রকল্পের অগ্রগতি এবং উপক‚লীয় জনপদের টেকসই কৃষি ও কমিউনিটি রেজিলিয়েন্স বিষয়ে আলোচনা করতে আয়োজিত এই সংলাপে স্থানীয় সরকার প্রতিনিধি, কৃষি বিশেষজ্ঞ, উন্নয়ন সংস্থা, যুব প্রতিনিধি ও কমিউনিটি লিডারসহ বিভিন্ন পর্যায়ের অংশীদার উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান, সরকারি ব্রজলাল কলেজের অধ্যাপক ড. মোঃ তৌহিদুল ইসলাম, যুব উনন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) এসএম বদিউজ্জামান, সাবেক প্রধান শিক্ষক শেখ রফিকুল ইসলাম, খুলনা কৃষি বিশ্ব বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও উন্নয়ন সংস্থা সিরাক বাংলাদেশ এর প্রতিনিধি। অনুষ্ঠান পরিচালনা করেন আপস’র প্রধান উপদেষ্টা শাহ্ জিয়াউর রহমান। তারা তাদের বক্তব্যে উপক‚লীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ভাসমান কৃষি প্রযুক্তি, লবণ-সহিষ্ণু ফসল, পানি ব্যবস্থাপনা এবং যুব নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।
প্রথম পর্বে আপস যুব সংগঠনের সভাপতি মোঃ রেদওয়ানুল ইসলাম রুহান সংগঠনের কার্যক্রম উপস্থাপন করেন। এরপর ইশতিয়াক আহমেদ ইকোফ্লট এগ্রো-টেক প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। অনুষ্ঠান চলাকালীন প্রদর্শিত হয় “নোনা জলে জীবন চলে” শিরোনামের ডকুমেন্টারি, যা একজন বাঘ বিধবার জীবন সংগ্রামের বাস্তব চিত্র উপস্থাপন করে।
অনুষ্ঠানে আস্থা সেবা সংস্থা, প্রান্তজ ফাউন্ডেশন এবং আরিয়ান যুব সংগঠন-এর সাথে আপস যুব সংগঠন-এর অফিসিয়াল পার্টনারশিপ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এই পার্টনারশিপের মাধ্যমে আরও বেশি কৃষক, নারী ও যুবকে সম্পৃক্ত করে উপক‚লীয় অঞ্চলে টেকসই উন্নয়ন এবং রেজিলিয়েন্ট কমিউনিটি গড়ে তোলা হবে।

্রিন্ট

আরও সংবদ