খুলনা | বুধবার | ১০ ডিসেম্বর ২০২৫ | ২৬ অগ্রাহায়ণ ১৪৩২

সাতক্ষীরা পাবলিক স্কুলে চাকরি স্থায়ীকরণের দাবিতে শিক্ষক আক্তারুল আমরণ অনশনে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৭ এ.এম | ০৯ ডিসেম্বর ২০২৫


সাতক্ষীরা পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক আক্তারুল ইসলাম চাকরি স্থায়ীকরণের দাবিতে রোববার সকাল সাড়ে ৯টায় স্কুলের সামনে আমরণ অনশনে বসেছেন। তিনি অভিযোগ করেছেন অধ্যক্ষ কামাল উদ্দিন কোনো নোটিশ বা পূর্ব সতর্কতা ছাড়াই তাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন। সোমবার সন্ধ্যায় তিনি সেখানে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন।শিক্ষক আক্তারুল ইসলাম জানান তিনি ‘অবস্থান কর্মসূচি’ পালন করছেন প্রতিষ্ঠানটির কিছু জালিয়াতি ও বেআইনি কর্মকান্ড জনগণের সামনে প্রকাশ করার জন্য। তিনি লিখিত লিফলেটে উলে­খ করেছেন, স্কুলের নামের সাথে ‘পাবলিক’ শব্দ ব্যবহার করা বিভ্রান্তিকর, কারণ এখানে শিক্ষকের নিয়োগ, পাঠদান এবং স্কুল পরিচালনার সব কিছুই ব্যক্তিগত ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। এছাড়াও কলেজ শিরোনাম ব্যবহার করা হলেও কলেজ সেকশন নেই।
তিনি অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ফলাফলের সাথেও জালিয়াতি করছে। ভালো শিক্ষার্থীদের নিজের স্কুলে রেজিস্ট্রেশন করানো হয়, আর নিম্নমানের শিক্ষার্থীদের সরকারি বা অন্য কোন ভালমানের স্কুলে পাঠানো হয়। শিক্ষকরা বাধ্য করে উচ্চ নম্বর প্রদান করতে বলা হয়। সরকারি ছুটির দিনেও ক্লাস চলানোর পাশাপাশি শিক্ষকরা অতিরিক্ত কাজ করতে বাধ্য হন। বিদ্যালয়ের অনেক শিক্ষককে অবহেলিত ও অসম্মানজনক আচরণের শিকার হতে হয়েছে।
শিক্ষক আক্তারুল ইসলাম রাষ্ট্রের কাছে কিছু দাবি জানান। সেগুলো হলোÑদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যবেক্ষণ ও মনিটরিং ব্যবস্থা তৈরি করা। বেসরকারি শিক্ষকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করা হোক। তিনি বলেন, আমার অভিযোগ কেবল ব্যক্তিগত নয়, এটি রাষ্ট্র ও জাতির জন্য গুরুত্বপূর্ণ। ন্যায়, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জন্য জনগণের সঙ্গে আওয়াজ তুলতে চাই। পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 

্রিন্ট

আরও সংবদ