খুলনা | বুধবার | ১০ ডিসেম্বর ২০২৫ | ২৬ অগ্রাহায়ণ ১৪৩২

রামপালে মোবাইল কোর্টে মাদক কারবারির কারাদণ্ড ও অর্থদণ্ড

রামপাল প্রতিনিধি |
১২:২৮ এ.এম | ০৯ ডিসেম্বর ২০২৫


রামপালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদক কারবারিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা করেছে। সোমবার বেলা ১১টায় উপজেলার কাদিরখোলার ভাগা এলাকায়  মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী। এ সময় নাজমুল শেখ (৩২) কে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বলেন মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

্রিন্ট

আরও সংবদ