খুলনা | বুধবার | ১০ ডিসেম্বর ২০২৫ | ২৬ অগ্রাহায়ণ ১৪৩২

নড়াইলে ভ্যানচালক হান্নান হত্যার আসামি মোল­াহাটে গ্রেফতার

নড়াইল প্রতিনিধি |
১২:৩০ এ.এম | ০৯ ডিসেম্বর ২০২৫


নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যা মামলার আসামি মেহেদী ভূঁইয়া (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মেহেদী বুড়িখালি গ্রামের অহিদার ভূঁইয়ার ছেলে।  
মামলা তদন্তকারী কর্মকর্তা সদর থানার ওসি অপারেশন আকরাম হোসেন জানান  রোববার রাত দুইটার দিকে মোল­ারহাট থানা এলাকা থেকে হান্নান খান হত্যা মামলার আসামি মেহেদী ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। আসামিকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অভিযুক্ত অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 
উলে­খ্য গত ২৮ নভেম্বর সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভ্যানচালক হান্নান খান কে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আইয়ুব মোল­াসহ তার লোকজন। এ ঘটনায় সদর থানায় ২৩ জনের নামে মামলা  হলেও পুলিশ কোনো আসামি গ্রেফতার করতে না পারায় রোববার দুপুরে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।

্রিন্ট

আরও সংবদ