খুলনা | বুধবার | ১০ ডিসেম্বর ২০২৫ | ২৬ অগ্রাহায়ণ ১৪৩২

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান

অস্ত্র ও গোলাবারুদসহ জিম্মি ৪ জেলে উদ্ধার, ৭২ কেজি হরিণের মাংসসহ ৪ শিকারি আটক

মোংলা প্রতিনিধি |
১২:৩১ এ.এম | ০৯ ডিসেম্বর ২০২৫


মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের পৃথক দু’টি অভিযানে সুন্দরবনের বনদন্যুদের ব্যাবহৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ মুক্তিপণের দাবিতে দস্যুদের অপহরণ করা ৪ জেলে উদ্ধার করা হয়েছে। অন্য একটি অভিযানে হরিণের মাংসসহ এক শিকারীকে আটক করা হয়। সোমবার  সন্ধ্যার পর কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায় বনদস্যু দুলাভাই বাহিনীর সদস্যরা সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদ আসে কোস্ট গার্ডের কাছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশনের সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল­াশী করে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ ডাকাত দুলাভাই বাহিনীর কাছে জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করা হয়। তবে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার জেলেদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত মধ্যরাতে কোস্ট গার্ড ময়দাপেশা খাল এলাকায় অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ড দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ৪ হরিণ শিকারীকে আটক করা হয়। তাদের তল­াশী করে ৭২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করে কোস্ট গার্ড।
জব্দকৃত হরিণের মাংস, মাথা, শিকারের ফাঁদ এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডে কর্মকর্তা। 

্রিন্ট

আরও সংবদ