খুলনা | বুধবার | ১০ ডিসেম্বর ২০২৫ | ২৬ অগ্রাহায়ণ ১৪৩২

খুলনার সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করা ৩০ জন স্কাউটকে সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৫ এ.এম | ০৯ ডিসেম্বর ২০২৫


গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সড়কে পুলিশ ও ট্রাফিক শূন্য হয়ে পড়েছিল। এ সময় স্কাউট সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন খুলনার বিভিন্ন সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে। খুলনা ন্যাশনাল হাই স্কুল প্রাথমিকভাবে এই অবদানের জন্য আদর্শ মুক্ত স্কাউট গ্র“প এর সহযোগিতায় স্বল্প পরিসরে পরিশ্রমী ৩০ জন স্কাউটদের সংবর্ধনার আয়োজন করে। 
এরই ধারাবাহিকতায় যশোর জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চল ভিত্তিক ২০২৪এর শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড  অনুষ্ঠান। অত্যন্ত ভাব-গাম্ভীর্য ও শৃঙ্খলার মধ্যে অনুষ্ঠিত এই এ্যাওয়ার্ড  বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবপ্রসাদ পাল অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (যশোর) সৈয়দ রফিকুল ইসলাম, পুলিশ সুপার (যশোর), বাংলাদেশ স্কাউটস্  খুলনা অঞ্চলের আঞ্চলিক কমিশনার আবু হান্নান (এলটি),বাংলাদেশ স্কাউটস্ খুলনা অঞ্চলের আঞ্চলিক সম্পাদক আকতার উজ জামান (এলটি) সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে খুলনা মেট্রো থেকে ২০২৪এর নাসিফ হাসান ও সেখ ইমতিয়াজ শাকিলকে শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড  প্রদান করা হয়।

্রিন্ট

আরও সংবদ