খুলনা | বুধবার | ১০ ডিসেম্বর ২০২৫ | ২৬ অগ্রাহায়ণ ১৪৩২

তিন থানার শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বকুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৫ এ.এম | ০৯ ডিসেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৩ আসনে সাংগঠনিক তৎপরতা আরও শক্তিশালী করতে দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকধারী প্রার্থী রকিবুল ইসলাম বকুল। গতকাল সোমবার রাতে নগরীর নিজ বাসভবনে অনুষ্ঠিত এসভায় তিন থানার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনকে ঘিরে করণীয়, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া, পোলিং এজেন্ট নিয়োগ ও প্রশিক্ষণ এবং এলাকায় চলমান রাজনৈতিক সামাজিক কার্যক্রম নিয়ে বিস্তৃত আলোচনা হয়। নেতাদের মতামত ও প্রস্তাবও গুরুত্বের সাথে শোনেন বকুল।
প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। জনগণের অধিকার রক্ষায় এখন থেকেই মাঠে আরও সক্রিয় হতে হবে। প্রতিটি ওয়ার্ডে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে এবং পোলিং এজেন্টদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা আজ জাতির প্রত্যাশা। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সভাপতি এড. মোহাম্মদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ ওয়ার্ড পর্যায়ের নেতারা। সভা শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে খুলনা-৩ আসনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলা এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

্রিন্ট

আরও সংবদ