খুলনা | বুধবার | ১০ ডিসেম্বর ২০২৫ | ২৬ অগ্রাহায়ণ ১৪৩২

তাবলীগ জামাতের সাদপন্থীদের ইসলাম পরিপন্থী আখ্যা দিয়ে খুলনা বিভাগীয় ইজতেমা বর্জনের ডাক

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৫ এ.এম | ০৯ ডিসেম্বর ২০২৫


তাবলীগ জামাতের সাদপন্থীদের মুসলমানদের মৌলিক আকিদা ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থি বলে আখ্যা দিয়ে তাদের “খুলনা বিভাগীয় ইজতেমার” বর্জনের ডাক দিয়েছেন হেফাজতে ইসলাম, জেলা ইমাম পরিষদসহ সর্বস্তরের আলেমওলামায়ে কেরাম। গতকাল সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে খুলনার সর্বসাধারণকে সতর্ক করতে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ আহবান জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হেফাজতে ইসলাম খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবদুল­াহ্ ইয়াহইয়া।
জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ সালেহের সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুশতাক আহমদ, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা নাছির উদ্দিন কাসেমী, মুফতী আব্দুল হাই, মুফতী রুহুল আমীন, মুফতী আবদুল­াহ মুখতার ও মুফতী সাদ প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, প্রায় শত বছর ধরে দাওয়াত ও তাবলীগের এই বিশ্বব্যাপী খালেস ও নির্ভেজাল দ্বীনি কার্যক্রম ওলামায়ে কেরামের তত্ত¡াবধান ও সঠিক আকিদা-মতাদর্শের ভিত্তিতেই পরিচালনা করছে। এই মেহনতের মূল উদ্দেশ্য হলো, কুরআন সুন্নাহর আলোকে মুসলমানদের ঈমান, আমল ও আখলাক সংশোধন করা ও ইসলামের শাশ্বত দাওয়াত বিশ্বব্যাপী পৌঁছে দেওয়া ।
কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই বরকতময় কার্যক্রমের মধ্যেই দিলি­র সাদপন্থী নামে একটি স্বার্থান্বেষী ও ভ্রান্ত গোষ্ঠী আত্মপ্রকাশ করেছে, যারা পবিত্র কুরআন ও সুন্নাহের মনগড়া ব্যাখ্যা, নবী-রাসুল ও সাহাবাদের শানে আপত্তিকর মন্তব্য ও শরীয়তে ইসলামীর বহু মূলনীতি লঙ্ঘনের মাধ্যমে ইসলামের বিকৃত রূপ উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে। এর ফলে উম্মতের মধ্যে ভয়াবহ বিভক্তি, বিশৃঙ্খলা ও ফিতনা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের হক্কানী ওলামায়ে কেরাম উক্ত সাদপন্থী দলকে গোমরাহ দল হিসেবে ফতোয়া জারি করেন। এমনকি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালেক সাহেবসহ দেশের বরেণ্য ও শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম সাদপন্থীদের বাতিল-গোমরাহ দল বলে অভিহিত করেছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে এই ভ্রান্ত গোষ্ঠীর হাতে একাধিকবার নিরীহ তাবলীগের সাথী, আলেম-ওলামা, ছাত্র ও সাধারণ মানুষের রক্ত ঝরেছে, হত্যাকাণ্ড ও গুরুতর আহতের ঘটনাও ঘটেছে। তাদের অনেকের নামে মামলাও হয়েছে। এই প্রেক্ষাপটে সরকার বাধ্য হয়ে টঙ্গী ময়দান ও কাকরাইল মারকাজ হক্কানি ওলামায়ে কেরামের তত্ত¡াবধানে প্রকৃত তাবলীগ জামাতের কাছে অর্পণ করেছে। কিন্তু এই ফেতনা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভ্রান্ত গোষ্ঠী বিভিন্ন জায়গায় ইজতেমা আয়োজনের মাধ্যমে সাধারণ মুসলমানদের ইসলামের সঠিক চিন্তাধারা ও মূলধারা থেকে বিচ্যুত করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত করছে। তারই ধারাবাহিকতায় ভ্রান্ত সন্ত্রাসী সাদপন্থীরা তথাকথিত “খুলনা বিভাগীয় ইজতেমার” নামে ধর্মপ্রাণ সাধারণ মানুষের দ্বীন এবং ঈমান নষ্টের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তথাকথিত এই ইজতেমার সাথে খুলনা জেলার উলামায়ে কেরাম এবং মূল ধারার দাওয়াত ও তাবলীগের সাথীদের কোন সম্পৃক্ততা নেই।

্রিন্ট

আরও সংবদ