খুলনা | বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর ২০২৫ | ২৭ অগ্রাহায়ণ ১৪৩২

জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ

আমি নির্বাচন করবো, তবে পদত্যাগের বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারবো না

খবর প্রতিবেদন |
০৪:৪১ পি.এম | ১০ ডিসেম্বর ২০২৫


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচন করবো, এটা নিশ্চিত। তবে পদত্যাগের বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। পদত্যাগের বিষয়ে পরবর্তী তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। সেখান থেকেই এই বিষয়ে জানানো হবে।

সংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন দল থেকে নির্বাচন করব এটি এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। গণঅভ্যুত্থানে আমার সহযোদ্ধারা যে দল গঠন করেছে, সেখানেই যাব- এটা ধরে নেওয়া ঠিক হবে না।

সংবাদ সম্মেলনের শুরুতে তার অধীনে থাকা মন্ত্রণালয় দুটির নানা উন্নয়ন ফিরিস্তি তুলে ধরেন। এ সময় ৩১টি প্রকল্প থেকে ৬ হাজার কোটি টাকা সাশ্রয়ের কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, গুলশানের একটি সড়কের নাম শহীদ ফেলানীর নামে করা হয়েছে। আবরার ফাহাদ স্মরণে পলাশীর মোড়ে স্মৃতি স্তম্ভ করা হয়েছে। শাপলা ও মোদিবিরোধী আন্দোলনে শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

তিনি বলেন, জুলাই শহীদদের কবর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই ডিজাইনে প্রায় ৯৫ শতাংশ শহীদের কবর সংরক্ষণ শেষ হয়েছে। সুলতানী আমলের ঐতিহ্য ঈদ মিছিল ফিরিয়ে আনা হয়েছে। এটা অব্যহত থাকবে।

যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরে আসিফ মাহমুদ আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর ৫১টি ফেডারেশনের এডহক কমিটি গঠন করা হয়েছে। দেশব্যাপী তারুণ্যের উৎসব আয়োজন করা হয়। যেখানে ২ কোটির বেশি মানুষ অংশ নেয়। দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫০টির কাজ শুরু হয়েছে। পূর্বাচলে ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ক্রিকেট স্টেডিয়ামের জায়গা বিসিবিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট পদত্যাগ করে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন আসিফ মাহমুদ। তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন। 

্রিন্ট

আরও সংবদ