খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ২ পৌষ ১৪৩২

রূপসায় বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্মরণে ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট

রূপসা প্রতিনিধি |
১২:৩৬ এ.এম | ১১ ডিসেম্বর ২০২৫


রূপসার ঐতিহ্যবাহী সংগঠন রূপসা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবছরের মতো এবারও শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমীন ও বীরবিক্রম মহিবুল­াহ’র ৫৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে প্রেসক্লাব ক্রীড়া চত্বরে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সানজিদা রিকতা। অনুষ্ঠানে আলোকিত অতিথি ছিলেন বীরবিক্রম মহিবুল­াহর পুত্র, ডিএমপি পুলিশ পরিদর্শক সালাউদ্দিন জুয়েল। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর, বিশিষ্ট ক্রীড়াবিদ অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল­া সাইফুর রহমান, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুল­াহ ইমন, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন,  নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, সামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, সান প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মঈনুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম ডালিম। সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন  নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, বিএনপি নেতা বশির হায়দার পল্টু, কর্নপুর যুব সংঘের সভাপতি এমএ মান্নান, সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, রূপসা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, সহ-সভাপতি খান মিজানুর রহমান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ আজিম, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন  মানিক, কোষাধ্যক্ষ আখতার খান, সাবেক সভাপতি রবিউল ইসলাম তোতা, সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ শেখ, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম তুরান, নির্বাহী সদস্য আঃ কাদের শেখ, সদস্য তৌহিদুল ইসলাম কচি, চিত্ত রঞ্জন সেন, আবু হারুন-অর রশিদ, আশিকুর রহমান বাবু প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ