খুলনা | বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর ২০২৫ | ২৭ অগ্রাহায়ণ ১৪৩২

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

স্থায়ীত্ব বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ: প্রধান বিচারপতি

খবর প্রতিবেদন |
০৪:২০ পি.এম | ১১ ডিসেম্বর ২০২৫


প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের স্থায়ীত্ব বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ সচিবালয়টি উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এর মাধ্যমে বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত হলো।

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় গত ৩০ নভেম্বর ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এই অধ্যাদেশ অনুযায়ী, বিচার বিভাগের সকল প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব এখন থেকে পালন করবে সুপ্রিম কোর্ট সচিবালয়। অর্থাৎ অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার সবকিছু এখন থেকে করবে সুপ্রিম কোর্ট সচিবালয়। যা এতদিন নির্বাহী বিভাগ তথা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের হাতে।

অধ্যাদেশ জারির পরদিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিব (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেন প্রধান বিচারপতি। এর আগে গত ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়ের বিষয়ে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়।

্রিন্ট

আরও সংবদ