খুলনা | বৃহস্পতিবার | ১১ ডিসেম্বর ২০২৫ | ২৭ অগ্রাহায়ণ ১৪৩২

রাজধানীতে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

খবর প্রতিবেদন |
০৫:৫১ পি.এম | ১১ ডিসেম্বর ২০২৫


পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় আব্দুর রহমান নামে এক ব্যবসায়ীকে দিনেদুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দুপুরে শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমান গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে বেলা দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন এবং তার বাসা শ্যামবাজার এলাকায়।

ওসি আরও জানান, স্থানীয়দের তথ্য অনুযায়ী নয়ন নামে এক যুবক তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করেছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

্রিন্ট

আরও সংবদ