খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ২ পৌষ ১৪৩২

দেবহাটার পারুলিয়ায় ৩ লক্ষ টাকার ফুটবল খেলার উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ১২ ডিসেম্বর ২০২৫


দেবহাটার পারুলিয়ায় ৩ লক্ষাধিক টাকার ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার পারুলিয়া ইউনিয়নে আয়োজনে এ খেলা পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় শ্যামনগর ফুটবল একাডেমি ও সানরাইজ সুন্দরবন পূর্বপাড়া ফুটবল একাদশ অংশগ্রহণ করে। এতে সানরাইজ সুন্দরবন পূর্বপাড়া ফুটবল একাদশ ০-১ গোলে জয়লাভ করে। 
পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি জাকির হোসেন, জেলা বিএনপি’র সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি, ছাত্র প্রতিনিধি অবিদ হাসান তানভীর, পারুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক শাহিন পারভেজ, পারুলিয়া যুব সমিতির সাধারণ সম্পাদক সাজন সরদার, ইউপি মেম্বার অসিম কুমার ঘোষ, রবিউল ইসলাম, গোলাম ফারুক, ফরহাদ হোসেন হিরা, নবাব আলী, মহিলা ইউপি সদস্য নুর বানু, হাসিনা খাতুন, ফারহানা মুক্তিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

্রিন্ট

আরও সংবদ